রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযানে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ আট মামলার আসামি মো. সোহেল মোল্লা (৩৯) কে হেরোইনসহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গুনপালদী গ্রামের আ. মালেক মোল্লার ছেলে।
সোমবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া পতিতাপল্লীর মেইন গেটে শহিদ বেপারীর জুতার দোকানের সামনে থেকে তাকে আটক করেন। পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি প্রস্তুতি, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও চাঁদাবাজিসহ অন্তত আটটি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে তিনি চার্জশিটভুক্ত আসামি।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে