AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জে প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:১১ পিএম, ১৮ আগস্ট, ২০২৫

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জে প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা

দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা প্রশাসনের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয় এবং উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া, বিআরডিসি কর্মকর্তা বন্নি শিখা রায়, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যচাষী, মাছ ব্যবসায়ী, জেলে এবং গণমাধ্যমকর্মীরা।

শেষে উপজেলার তিনজন মৎস্যচাষীকে ব্যবসায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

Link copied!