বরিশালের উজিরপুর উপজেলায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। ইউএনও আলী সুজা বলেন, “দেশি মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষার জন্য অভয়াশ্রম স্থাপন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা অপরিহার্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, মেরিন ফিশারিজ অফিসার মাহবুব আলম, মডেল থানার এসআই জ্যোতির্ময় হালদার ও জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ খোকন সরদার।
বক্তারা বলেন, “দেশি মাছের প্রজাতি হুমকির মুখে রয়েছে। তাই অভয়াশ্রম সৃষ্টি ও দেশি মাছ রক্ষার উদ্যোগকে সমর্থন করা প্রয়োজন। রাজনৈতিক মতভেদ থাকলেও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।”
অনুষ্ঠানের সমাপনী অংশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সফল মৎস্যচাষি ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে