মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় "অভায়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ ভড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালেই উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সড়ক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দীন। সভার সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, মৎস্য চাষী শাহীন খানসহ অন্যান্য অতিথি ও স্থানীয় কর্মকর্তা-বৃন্দ।
আলোচনা সভার শেষে তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন মোঃ শাহীন খান, উত্তম চন্দ্র দাস ও উজ্জল দাস।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে