গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল সকাল মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহাদৎ আলী মোল্যা, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা শহীদুল ইসলাম বেলায়েত এবং সরকারি সাবের মিয়া জসিমউদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল।
সভায় জানানো হয়, ১২ অক্টোবর থেকে এক মাসব্যাপী কার্যক্রমের মাধ্যমে ৯ মাস বয়স থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৮ কার্যদিবসের মধ্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটিতে টিকা প্রদান করা হবে। টিকা নেওয়ার আগে সকল শিক্ষার্থীকে জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে