AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় দুটি মরদেহ উদ্ধার



ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় দুটি মরদেহ উদ্ধার

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজাপাশা গ্রামে মিরাজুল ইসলাম খান (৪২) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ এবং নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুর থেকে ইমরান সিকদার (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজুল ইসলাম খান দীর্ঘ পাঁচ বছর ধরে রাজাপাশা গ্রামের নিজ বাড়িতে একা বসবাস করছিলেন। তিনি দিনমজুর ছিলেন এবং এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত ছিলেন। কয়েক মাস আগে এজমালি সম্পত্তির গাছ বিক্রি নিয়ে তার বড় ভাই সোহরাব হোসেনের সঙ্গে বিরোধ হয় এবং এ নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগও করেছিলেন সোহরাব।

রোববার (১৭ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাহাগির হোসেন অভিযোগের নোটিশ নিয়ে তার ঘরে গেলে ভেতর থেকে দুর্গন্ধ পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের মেঝেতে চিৎ হয়ে থাকা অবস্থায় মিরাজুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অন্যদিকে নলছিটিতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে কোরআনের হাফেজ ইমরান সিকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত ইমরান সিকদার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা গ্রামের ইউনুচ সিকদারের ছেলে। তার বড় ভাই আল আমিন সিকদার জানান, ইমরান রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। কয়েক বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও জানান পরিবার।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার মৃত্যুর কারণ তদন্তের পর জানা যাবে।

 

একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে

Link copied!