আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
তিনি বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। তবে তার দোসরেরা এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপশক্তিকে পরাজিত করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।”
রবিবার (১৭ আগস্ট) রাতে মুকসুদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গোপীনাথপুর তেরাইসার মোড়ে আয়োজিত সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. সেলিম, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন শিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী প্রমুখ।
উপজেলা বিএনপি সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তৃতা করেন বিএনপি নেতা ছিরু মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মো. সাবু শেখ, যুবদল নেতা সৈয়দ লুৎফর রহমান তুষার, পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. সেন্টু মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সহ-সভাপতি অন্তর শিকদারসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী, আব্দুল আউয়াল ফকির, সফিকুল ইসলাম, মর্তুজা মৃধা, ফরিদ মাস্টার, কোষাধ্যক্ষ আশরাফুল আলম পলু, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান, মহিলা সম্পাদক লাবনী আক্তার, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সহসভাপতি শামচু মিয়া, রুস্তম মোল্যা, মো. ওলিয়ার মুন্সি, টুকু মেম্বার, বলরাম সরকার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও ইকরাম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদারসহ অনেকে।
অনুষ্ঠানে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে ঘিরে মুকসুদপুরে কর্মী-সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে