নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর (৪৫) নামে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লা থানার দেবপাড়া এলাকার মৃত আওলাদ হোসেনের ছেলে।
শনিবার (১৬ আগস্ট) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. ওয়াসিম আকরাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরদারপাড়ার রবিউলের বাড়ির সামনে থেকে ইয়াবাসহ জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।
একুশে সংবাদ/না.প্র/এ.জে