চাঁদপুরে মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাতে চাঁদপুর সদর নৌ-পুলিশের উপপরিদর্শক বিলাল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মেহেদী হাসান মুন্না (২৭), মো. শফিকুল (২৮), মো. নুরুজ্জামান (৩২), মো. মানিক (৩৮), শরীফ মির্জা (৪০), মজিবুর রহমান সর্দার (৪০), বাচ্চু ব্যাপারী (৩৫) ও জাহাজের মাস্টার আইয়ুব মৃধা (৪৫)।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা থেকে অপরিশোধিত চিনিবোঝাই করে এমভি সি ওয়েস্টিন-১ জাহাজটি নারায়ণগঞ্জের আব্দুল মোমেন চিনিকলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ৪ আগস্ট চাঁদপুর পৌঁছানোর পর জাহাজটি গন্তব্যে না গিয়ে মেঘনায় অবস্থান নেয়। ৫ আগস্ট রাতে মাস্টার আইয়ুব মৃধা ও তার সহযোগীরা জাহাজের সদস্যদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে বিপুল পরিমাণ চিনি পাচারের চেষ্টা চালায়।
এ ঘটনায় ৮ আগস্ট জাহাজের এক কর্মকর্তা সনু কুমার ত্রিপুরা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা বিলাল আজাদ জানান, ইতোমধ্যে মাস্টার আইয়ুব মৃধাকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পরবর্তীতে চাঁদপুর শহর ও ফরিদগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে গ্রেপ্তারকৃতদের চাঁদপুর বিশেষ আদালতে হাজির করা হলে ৪ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আটক করা চিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে