গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার কালিগঞ্জ বাজারের শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে ভক্তদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কালিগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দুর্গা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা, ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন, শাস্ত্রপাঠ ও ভক্তিমূলক সংগীত পরিবেশিত হয়। ভক্তরা শ্রীকৃষ্ণের মহিমা ও গীতার বাণী স্মরণ করেন।
অনুষ্ঠানে শিশু-নারী-পুরুষসহ প্রায় তিন শতাধিক ভক্ত অংশ নেন। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে পুরো কোটালীপাড়া জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে