শেরপুর সদরের চৌধুরী বাড়ী ঈদগাহ মাঠে প্রায় হাজার লোকের উপস্থিতিতে শেরপুর-১ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য ও জাতীয় পার্টি(জেপি) প্রেসিডিয়াম সদস্য শাহ রফিকুল বারী চৌধুরীর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় চৌধুরী বাড়ী ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায়, মরহুমের রূহের মাগফেরাত কামনা করে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম,সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ,জেলার
সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী,শেরপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় পার্টির সাবেক সভাপতি ইলিয়াস উদ্দিন ,দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম,চিফ রিপোর্টার আসাদুজ্জামান মুরাদ, চরাঞ্চল ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুর রহমান বড় হুজুর প্রমূখ ৷
পরিবারের পক্ষ থেকে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন মরহুমের ছোট ভাই রতন চৌধুরি ৷
এ সময় অশ্রুসিক্ত চোখে কয়েক হাজার জনতা তাদের প্রিয় নেতার রূহের মাগফেতার কামনা করেন।
শাহ রফিকুল বারী চৌধুরী শেরপুর-১ আসনে ৩বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, শাহ রফিকুল বারী চৌধুরী গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ১.৪৫ মিনিটে জামালপুর তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার নিজ গ্রাম চৌধুরী বাড়ীতে প্রথম ও জামালপুর আমলাপাড়া নিজ বাসভবনের সামনে দ্বিতীয় জানাযা শেষে আমলাপাড়া পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হবে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
