AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির



আবারও ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির

অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির টানা দ্বিতীয়বারের মতো “জেলার শ্রেষ্ঠ ওসি” নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলম ওসি হুমায়ুন কবিরের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এর আগে, গত ১৪ জুলাই অনুষ্ঠিত জুন মাসের মাসিক কল্যাণ সভায়ও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। টানা দুই মাস এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনেরা তাঁকে অভিনন্দন জানান।

মাত্র তিন মাসের দায়িত্বকালেই ভালুকার আইনশৃঙ্খলায় দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হন ওসি হুমায়ুন কবির। তাঁর নেতৃত্বে গ্রেফতার করা হয়েছে ২০০-এর বেশি অপরাধী যাদের মধ্যে ছিল হত্যা মামলার আসামি, ধর্ষণ মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, গরু চোর, ছিনতাইকারী, মহাসড়কনির্ভর ডাকাত, চাঁদাবাজ ও প্রতারক। বিশেষ করে আলোচিত তোফাজ্জল হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে তিনি জনমনে আস্থা তৈরি করেছেন।

শুধু আইন প্রয়োগ নয়, বরং মানবিক আচরণ, নাগরিক সেবা এবং সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে ওসি হুমায়ুন কবির ভালুকাবাসীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। ব্যবসায়ী, শিক্ষক, তরুণ ও প্রবীণ সবাই তাঁর কর্মদক্ষতা ও সততার প্রশংসা করছেন।

এক অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, "ভালো মানুষ হওয়াটাই যেন আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অথচ আমাদের ভালুকা থানার ওসি হুমায়ুন কবির দিন-রাত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

পুরস্কার গ্রহণ শেষে ওসি হুমায়ুন কবির বলেন, “এই সম্মান কেবল আমার নয়, এটি ভালুকা থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা অপরাধ দমনে আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন থানার ওসি, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

Link copied!