AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে এতিম নাতি নিয়ে অসহায় মাজেদা বেগমের জীবনসংগ্রাম



চরভদ্রাসনে এতিম নাতি নিয়ে অসহায় মাজেদা বেগমের জীবনসংগ্রাম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সবুল্যা মাতুব্বরের ডাঙ্গার বাসিন্দা বৃদ্ধা মাজেদা বেগম জীবনের শেষ প্রান্তে এসে দুঃখ-কষ্টে জর্জরিত। বয়সের ভারে ন্যুব্জ এই নারী একমাত্র নাতিকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

সাত বছর বয়সী নাতির মা মারা যান পাঁচ বছর আগে। এর কিছুদিন পর বাবাও সন্তানকে ছেড়ে চলে যান। এরপর থেকেই এতিম শিশুটি দাদির কাছে বড় হচ্ছে। সংসার চলছে মানুষের দান-খয়রাতে—কখনো কেউ একমুঠো চাল দেন, কখনো পুরনো কাপড়। তবে খাবার ও পড়াশোনার খরচ মেটানো তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতির খবর পেয়ে কিশোর আলো যুব সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দেয়। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার মাজেদা বেগমকে খাদ্য সহায়তা এবং নাতির পড়াশোনার জন্য খাতা, কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি বলেন, “আমরা সমাজের বিত্তবান ও সদিচ্ছা সম্পন্ন মানুষদের অনুরোধ করছি, এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে।”

মানবতার এই যাত্রায় যে কেউ এগিয়ে এলে বদলে যেতে পারে এক এতিম শিশুর ভবিষ্যৎ।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Link copied!