AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরের মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে জাহাজডুবি



চাঁদপুরের মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে জাহাজডুবি

চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট বহনকারী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

পুলিশ জানায়, সকালে এমভি চাঁদতারা-৮ নামের জাহাজটি ঘাটে নোঙর অবস্থায় ছিল। এ সময় নদীর তীব্র স্রোতে নোঙর ড্র্যাগিং হয়ে জাহাজটি অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকে পড়ে। জাহাজের মাস্টার নদীর কিনারে নেওয়ার চেষ্টা করলেও এক পর্যায়ে সিমেন্টবোঝাই জাহাজটি ডুবে যায়।

ইব্রাহিমপুর এলাকার নৌকার মাঝি আব্দুল কাদের জানান, ভোরে দুর্ঘটনার পর তিনি জাহাজের মাস্টার মামুনসহ আটজনকে নৌকায় করে তীরে নিয়ে আসেন। পরে নাবিকরা চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান অভিযোগ করে বলেন, মাস্টারের অদক্ষতা ও স্রোতের মধ্যে নোঙর ড্র্যাগিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান জানান, খবর পেয়ে মার্কিং টিম ঘটনাস্থলে গিয়ে জাহাজটি শনাক্ত করেছে। বর্তমানে জাহাজটির ওপর প্রায় ১০ ফুট পানি রয়েছে, তবে এটি নৌ চ্যানেলের বাইরে অবস্থান করছে। দুর্ঘটনাস্থল একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করা হচ্ছে।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!