সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকা থেকে লুট হওয়া প্রায় ৪০ হাজার ঘনফুট আস্ত ও ভাঙা পাথর রাজধানীর ডেমরায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সারুলিয়া শুকুরসী ঘাট এলাকায় র্যাব-১১, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পাথরগুলো জব্দ করা হয়।
তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদাপাথর (বাজারমূল্য ২০০–২৫০ কোটি টাকা) এবং প্রায় ৬ লাখ ঘনফুট বালু (বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা) অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। এসব পাথরের বড় অংশ স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ১০ নম্বর ঘাটে মজুত রেখে ক্রাশার মেশিনে পাঠানো হতো।
র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, জব্দকৃত পাথরের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ মেশিনে ক্রাশ করা। সাতটি আলাদা প্রতিষ্ঠান থেকে পাথরগুলো উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট মালিকদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ ইন.ট/এ.জে