ময়মনসিংহের ভালুকায় পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৫ বোতল বিদেশী মদ ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোঃ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মৃত আঃ রশিদের মেয়ে মোছাঃ নয়ন (৪২) কে গ্রেফতার করেন।
এর আগে গত ১২ আগস্ট রাত ৩টায় এসআই (নিঃ) মোঃ রনজু আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামের জনৈক ইয়াকুব আলীর বাড়ি থেকে ৫ বোতল বিদেশী মদসহ মোঃ আব্দুল মালেক ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (২৪) কে গ্রেফতার করেন। একই দিনে ভোর ৫টায় পাড়াগাঁও ডেবুনিয়া ফ্যাক্টরীর সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান রাব্বী (২৮), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-সনচুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ (বর্তমান ঠিকানা ছোট কাশর, ভালুকা) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “মাদকমুক্ত ভালুকা গড়তে পুলিশ সবসময় সক্রিয় রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।” গ্রেফতারকৃত তিন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে