মাদকাসক্তি থেকে যুব সমাজকে রক্ষা এবং ক্রীড়া ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে মুকসুদপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার ২টি কলেজ, ৪টি স্কুল এবং পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের মধ্যে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, দাবা, ব্যাডমিন্টন ব্যাট ও ফেদার, ক্রিকেট ব্যাট এবং মাস্ক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পান্নু স্পোর্টিং ক্লাবের সাইফুল ইসলাম পান্নু, ক্রীড়াবিদ হায়দার রহমান ফটু এবং স্কুলের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
উক্ত উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে