ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ঝাউকান্দা ইউনিয়নের ২৫৩ জন দুস্থ নারীর মাঝে ভিজিডি (VWB) কার্ড বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
বুধবার (১৩ আগস্ট) কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা (বদু মৃধা), ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ।
কার্ড বিতরণ প্রসঙ্গে চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা বলেন, “আমার নির্বাচনী এলাকা নদীভাঙনকবলিত। এখানে হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক। কিন্তু সরকারি বরাদ্দ সীমিত হওয়ায় তুলনামূলকভাবে বেশি দরিদ্রদের অগ্রাধিকার দিয়েছি। সরাসরি কার্ডধারীদের হাতে কার্ড তুলে দিতে পেরে ভালো লাগছে। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়নি।”
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে