AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভুল সংশোধনে ১০-২১ আগস্ট ফি ছাড়াই আবেদন গ্রহণ


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৫:৩০ পিএম, ১৩ আগস্ট, ২০২৫

লৌহজংয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভুল সংশোধনে ১০-২১ আগস্ট ফি ছাড়াই আবেদন গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়ও উপজেলা নির্বাচন অফিস খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫–এ নিবন্ধিত সম্পূরক তালিকা শনিবার (১০ আগস্ট) প্রকাশ করা হয়। তালিকাটি উপজেলা নির্বাচন অফিস এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রদর্শন করা হবে।

লৌহজং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম জানান, খসড়া তালিকায় নিবন্ধিত ভোটারদের কারও তথ্য ভুল থাকলে ১০ থেকে ২১ আগস্টের মধ্যে ফি ছাড়া সংশোধনের আবেদন করা যাবে। এ জন্য নির্ধারিত ফরম-১৪ পূরণ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে এবং সংশোধনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।

তিনি আরও জানান, প্রাপ্ত আবেদনগুলো যাচাই শেষে আগামী ২৬ আগস্টের মধ্যে প্রয়োজনীয় সংশোধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

 

একুশে সংবাদ/মু.প্র/এ.জে

Link copied!