বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থীকে ভোট দিন। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু তার দোষরেরা এখনো দেশে বিভিন্ন স্থানে ঘাপটি মেরে দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের চক্রান্ত ব্যর্থ করে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।”
বুধবার (১৩ আগস্ট) মুকসুদপুরের জলিরপাড় বঙ্গরত্ন মহাবিদ্যালয় মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, মনিরুজ্জামান স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, সহ-সভাপতি মুন্নু মুন্সি, আব্দুল আউয়াল ফকির, মাহবুবুল আলম হিরু, চিন্তাহরন মণ্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, ননী গোপাল মণ্ডল, কোষাধ্যক্ষ আশরাফুল আলম পলু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, নাঈম শেখ, সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এর আগে সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরের বরইতলা, টেকেরহাট ও জলিরপাড় এলাকায় গণসংযোগ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগে জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে