AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬



চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬

চাঁদপুরের বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে চার মাদক কারবারিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মতলব দক্ষিণ, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় এসব অভিযান চালানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা ওয়ারুক রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ফাতেমা (৪০) ও ছামেদা (৩৫) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা গেছে, তারা কক্সবাজারের টেকনাফ থেকে চাঁদপুরে বিক্রির উদ্দেশ্যে এসব ইয়াবা নিয়ে আসে।

হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. দেলোয়ার হোসেন (৩৮)-কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯ পিস ইয়াবা। মতলব দক্ষিণ উপজেলার পোলপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. হারুন পাটওয়ারী (৫২)-কে, যার কাছ থেকে উদ্ধার হয় ২০০ গ্রাম গাঁজা।

ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. রতন (৩৩)-কে। তার কাছ থেকে ৫৮০ পিস ইয়াবা, নগদ আড়াই হাজার টাকা, একটি কাঁচি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

এছাড়া সদর উপজেলার খালিসাডুলি এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. জিসান (১৮)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অন্যদিকে, মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিগলদী মুন্সিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তালিকাভুক্ত চোর চক্রের সদস্য হৃদয় গাজী (২১)-কে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, জব্দকৃত মাদক, দেশীয় অস্ত্র এবং গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!