মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় “শ্রীনগর রক্তের বন্ধন” (SRB) নামে মানবসেবামূলক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সম্প্রতি এক বছরের মেয়াদে সংগঠনের ১৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল এবং দপ্তর সম্পাদক মো. দ্বীন ইসলাম। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ওমর হোসেন ও প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাসুম শান্ত যৌথভাবে এই কমিটি ঘোষণা করেন।
প্রতিষ্ঠাতা পরিচালক মো. ওমর হোসেন জানান, শ্রীনগর রক্তের বন্ধন (SRB)-এর মূল কার্যক্রম হলো দরিদ্র ও অসহায় রোগী, বিশেষ করে গর্ভবতী নারীর সিজার অপারেশনের সময় রক্তের চাহিদা পূরণ করা। এছাড়া রক্তশূন্যতা, থ্যালাসেমিয়া রোগী এবং জরুরি প্রয়োজনে ব্লাড ডোনার সরবরাহের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের প্রধান লক্ষ্য।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে