মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাজাপ্রাপ্ত ৩ জন এবং পরোয়ানাভুক্ত ৬ জন রয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বড়লেখা থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত। আব্দুল কাহির প্রতারণা মামলায় ৫ মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানাপ্রাপ্ত এবং আতাউর রহমান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি।
বাকি ৬ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে