চট্টগ্রামের চন্দনাইশে মাছ শিকারের কাজে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ রাখার দায়ে চার ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ২,০০০ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার দোহাজারী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে চার দোকানদারকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় জরিমানা করা হয়। জব্দ করা জাল সঙ্গে সঙ্গে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহাম্মদ এবং উপজেলা ভূমি ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “নিষিদ্ধ জাল বিক্রির বিরুদ্ধে জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে