গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ফজলুল করিম (বাবলু), বাংলাদেশ সাংবাদিক সংস্থা মহানগরের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রকি, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেনসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের ওপর বর্বর আক্রমণ। তাঁরা আরও বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, খুন ও গুমের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এর তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা সতর্ক করে বলেন, সংবাদকর্মীদের নিরাপদে কাজ করার সুযোগ না থাকলে গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে