AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৪:৪৪ পিএম, ১১ আগস্ট, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

গাজীপুরের চান্দানা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে সিরাজগঞ্জের সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ে কঠোরতম শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সংহতি প্রকাশের জন্য মানববন্ধনে যোগ দেন।

মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক মো. এনামুল হক, সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি দুলাল উদ্দিন আহমেদ, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ বক্তব্য রাখেন।

সাংবাদিকরা বলেন, দেশের ইতিহাসে সাংবাদিক হত্যার কোনো দৃষ্টান্তমূলক বিচার হয়নি। তুহিন হত্যাকাণ্ডে ব্যবহৃত নির্মমতা সারা জাতি প্রত্যক্ষ করেছে। আমরা দাবি করি, এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি সাংবাদিক তুহিনের পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা ও সুরক্ষা দেওয়া হোক। তারা আশা প্রকাশ করেন, যেন আর কখনো সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করতে না হয়।

 

একুশে সংবাদ/সি.প্র/এ.জে

Link copied!