পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে প্রতারণার অভিযোগে চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা গ্রামের স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার দুপুর ১২টায় উপজেলার ভূমি অফিসের সামনে শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, চরবাংলায় জমি পাইয়ে দেওয়ার নামে ভূমি দস্যু ও প্রতারক সিরাজ খাঁ, জালাল তালুকদার, শাহজাহান তালুকদার, ফারুক মীর ও মজিবর হাওলাদার একটি সমিতি গড়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
বক্তারা জানান, ওই সমিতির সদস্যরা পরবর্তীতে বহিরাগত বিত্তবানদের কাছ থেকে বড় অংকের টাকা নিয়ে তাদের জন্য জমি পাইয়ে দেন। এতে চরবিশ্বাস ইউনিয়নের স্থায়ী বাসিন্দারা জমি থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা প্রশাসন ও ভূমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান, বহিরাগত প্রভাবশালী ব্যক্তিদের নামে জমির বন্দোবস্ত বাতিল করে গরীব ও অসহায় স্থানীয়দের মাঝে পুনরায় জমি বন্টনের ব্যবস্থা গ্রহণ করা হোক।
একুশে সংবাদ/প.প্র/এ.জে