AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৫:৪৩ পিএম, ১১ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

কুষ্টিয়ার মিরপুরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ফিরোজ আহাম্মেদ মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত বিল্লাল হোসেন বিশ্বাসের ছেলে।

সোমবার (১১ আগস্ট) ভোরে মিরপুর পৌরসভার সেক্টরপাড়ায় নিজ বাড়ি থেকে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আফসারের ছেলে মিলন হোসেনের নেতৃত্বে ৩–৪ জনের সংঘবদ্ধ দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি, লোহার রড ও লাঠিসোটা দিয়ে এ হামলা চালায়। মিলন সেক্টরপাড়ার আব্দুল রশিদের বাড়ির ভাড়াটিয়া।

এ সময় ফিরোজ আহাম্মেদ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান এবং দুপুরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। তার মাথা ও শরীরের বাম পাশসহ বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।

আহতের স্বজনরা জানান, রাতের আঁধারে সাংবাদিকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, ভুক্তভোগীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি শতভাগ আশঙ্কামুক্ত নন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীরা পলাতক রয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে তাদের আটক ও আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সচেষ্ট রয়েছে।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Link copied!