আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন পর ভোটারদের জন্য ‘না’ ভোটের সুযোগ ফিরিয়ে আনা হয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ এ তথ্য দেন। তিনি বলেন, ভোটের স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ইভিএম বাতিল এবং ‘না’ ভোট পুনর্বহাল অন্যতম।
উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনেই প্রথমবারের মতো ‘না’ ভোট চালু হয়, যা পরবর্তী সময়ে বাতিল করা হয়েছিল। এবার আবারও ভোটাররা তাদের সমর্থনযোগ্য প্রার্থী না পেলে ব্যালটে ‘না’ ভোট দেওয়ার সুযোগ পাবেন।
একুশে সংবাদ/স.ট/এ.জে