গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে চরভদ্রাসন উপজেলার সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ হুমকির মুখে পড়বে। তুহিন হত্যাকাণ্ড প্রমাণ করে, সাংবাদিকতা এখন দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা।
তারা আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে আন্দোলনের কর্মসূচি আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হামলায় নিহত হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এ ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে