AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে শিবচরে মানববন্ধন


Ekushey Sangbad
এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর
১২:২৯ পিএম, ১১ আগস্ট, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে শিবচরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মাদারীপুরের শিবচরে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিবচরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলার ৭১ চত্বরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়েছেন। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করার ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ বহন করে। হত্যাকাণ্ডে জড়িত প্রতিটি আসামিকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

বক্তারা আরও বলেন, সারা দেশে সংবাদকর্মীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু খায়ের খান, আজকের দর্পণ-এর মীর ইমরান, দীপ্ত টিভির রফিকুল ইসলাম রাজা, ইনকিলাব-এর রাশেদুল ইসলাম রাসেল, দৈনিক আমার দেশ-এর সরোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠ-এর কামরুল ইসলাম, গ্লোবাল টিভির কায়ুম, এশিয়া টেলিভিশনের রুবেল মোড়ল, দৈনিক মানবজমিন-এর বিএম হায়দার আলী, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি সান-এর এস.এম. দেলোয়ার হোসাইন, আমার সংবাদ-এর মশিউর কাজী, দৈনিক নয়াদিগন্ত-এর মো. শাহিন মিয়া, দৈনিক হুংকার-এর মেহেরাব হোসেন, দৈনিক আমার বার্তা-এর মো. রিয়াজ রহমান, জামায়াতে ইসলাম বায়তুল মাল সম্পাদক মাওলানা অলি উল্লাহসহ শিবচরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সবশেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Link copied!