গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে মাদারগঞ্জ প্রেসক্লাব মানববন্ধন করেছে।
রবিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। তারা বলেন, “পুলিশ সংস্কারে কতদিন সময় লাগবে? আর কত প্রাণ গেলে দেশের পুলিশ ও বিচারব্যবস্থা সংস্কার হবে? ন্যায়বিচারের জন্য কতদিন অপেক্ষা করতে হবে?” বক্তারা প্রশাসনের ‘গ্রেপ্তার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা সতর্ক করে বলেন, বিচার না হলে জাতির দুর্দশা থামবে না।
মানববন্ধনে মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের মাদারগঞ্জ প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর, সহ-সভাপতি ও যায়যায় দিনের মাদারগঞ্জ প্রতিনিধি এস এম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ও নবধারার মাদারগঞ্জ প্রতিনিধি জুলফিকার বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার দেশের মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম আবেদ, সংগঠনের সদস্য ও খোলা কাগজের মাদারগঞ্জ প্রতিনিধি এম আর সাইফুল, কালবেলা ও চ্যানেল এস টিভির উপজেলা প্রতিনিধি আকন্দ সোহাগ, জামালপুর পল্লীকণ্ঠ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি বজলুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া সংগঠনের সদস্য ও দৈনিক সংবাদের প্রতিনিধি আনিছুর রহমান আয়ুবসহ অনেকে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

