বর্তমান সমাজে তরুণদের মধ্যে মাদকাসক্তি ভয়াবহ সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। একে রুখতেই “মাদক নয়, খেলাই হোক জীবনের অংশ” স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর মিনি স্টেডিয়ামে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ, যার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনা।
মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানো। খেলাধুলা যেমন শরীর ও মনের বিকাশ ঘটায়, তেমনি মাদক থেকে দূরে থাকার সবচেয়ে কার্যকর উপায়।”
ক্রীড়া সংগঠক মো. পান্নু জানান, “আগে স্কুল শেষে তারা শুধু মোবাইল নিয়ে বসে থাকত বা আড্ডা দিত, এখন তারা নিয়মিত প্র্যাকটিস করছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।”
এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অভিভাবক ও শিক্ষকরাও। তাঁদের মতে, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জীবনঘনিষ্ঠ শিক্ষা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে