গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠি জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) ঝালকাঠি সদর ও কাঠালিয়া উপজেলায় ভিন্ন ভিন্ন ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুর নয়, সারা দেশেই সাংবাদিকেরা এখন নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। তুহিন হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার প্রধান উপদেষ্টা জিয়াউল হাসান পলাশ, সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, জাতীয় পার্টির জেলা সভাপতি আনোয়ার হোসেন আনু, এনসিপি জেলা সভাপতি মাইলুল ইসলাম মান্নাসহ আরও অনেকে।
এদিকে, একই দিনে সকালে কাঠালিয়া উপজেলার দুই প্রেসক্লাবের ভিন্ন ভিন্ন ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই বাড়ছে, আর নির্যাতন-নিপীড়নে সাংবাদিকরা আজ বাকরুদ্ধ। তারা সাংবাদিকদের ও তাঁদের পরিবারের নিরাপত্তা দাবি করেন এবং অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
অন্যদিকে, আগামীকাল সোমবার (১১ আগস্ট) ঝালকাঠি জেলার রাজাপুর ও নলছিটি উপজেলার সাংবাদিকদের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে