গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ প্রমুখ। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে তিনি সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন, যা সাংবাদিক সমাজের জন্য গভীর শোকের।
বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে যেমন নির্যাতন চালানো হয়েছে, আজও দেশে বিভিন্ন স্থানে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ এবং সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে