কুড়িগ্রামের উলিপুরে সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মাইনুল ইসলাম (২৫) নামে এক যুবক। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে।
আটক যুবক উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের কিশামত মালতিবাড়ি এলাকার নুর হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মাইনুল ইসলাম নিজেকে সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে বুড়াবুড়ি ইউনিয়নে গিয়ে অসহায় ভাতাভোগীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করতেন। পরে বিভিন্ন ভাতা কিংবা সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। দীর্ঘদিন ধরেই তিনি এই ধরনের প্রতারণা করে আসছিলেন।
সম্প্রতি তার ওপর সন্দেহ হলে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয় সমাজসেবা অফিসে নিয়ে গিয়ে অভিযোগ করেন তারা। অভিযোগের পর উপজেলা সমাজসেবা কর্মকর্তারা মাইনুলকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা নিশ্চিত হন।
এ ঘটনায় বুড়াবুড়ি ইউনিয়নের সমাজসেবা কর্মচারী বিপুল মিয়া (৩০), পিতা আবুল হোসেন বাদী হয়ে উলিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, "মাইনুল ইসলামের প্রতারণার শিকার আরও অনেকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
উলিপুর থানার তদন্ত ওসি নাজমুস সাকিব সজিব জানান, "আসামি বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে।"
একুশে সংবাদ/কু.প্র/এ.জে