মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মিন্টু নায়েক ওরফে কৃষ্ণ, কিশোর হাজরা ও বিকাশ হাজরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, বুধবার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে এসআই বাবলু কুমার পাল, এসআই মহিবুর রহমান এবং এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

