AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় গন্ডা ডিগ্রি কলেজের সভাপতি হলেন ড. রফিকুল ইসলাম হিলালী



কেন্দুয়ায় গন্ডা ডিগ্রি কলেজের সভাপতি হলেন ড. রফিকুল ইসলাম হিলালী

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ড. রফিকুল ইসলাম হিলালীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব তাঁকে দেওয়া হয়।

স্থানীয়দের অনেকেই মনে করেন, ড. রফিকুল ইসলাম হিলালী একজন সজ্জন ও শিক্ষানুরাগী ব্যক্তি। তাঁর এ নিয়োগ গন্ডা ডিগ্রি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষা মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “সকল প্রশংসা আল্লাহর, যিনি সম্মান ও দায়িত্ব দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক গন্ডা কলেজের সভাপতি নিযুক্তি আমার জন্য গৌরবের। আমি কৃতজ্ঞ তাদের প্রতি, যারা আমাকে এ দায়িত্বের জন্য সুপারিশ করেছেন। আল্লাহ যেন আমায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাওফিক দেন।”

উল্লেখ্য, ড. রফিকুল ইসলাম হিলালী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। শিক্ষাজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব এবং নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী।

 

একুশে সংবাদ/নে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!