আগামী ফেব্রুয়ারিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির সমর্থনে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামী’র প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “দেশে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”
তিনি আরও বলেন, “পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য আনা সম্ভব। এতে কোনো দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরূপে আবির্ভূত হতে পারবে না। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকরভাবে চলমান।”
অধ্যক্ষ আব্দুল আলীম সমালোচনা করে বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাস কি জুলাই বিপ্লবের আকাঙ্খা ছিল? অন্তর্বর্তী সরকার সন্ত্রাস ও চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করতে ব্যর্থ হয়েছে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ করার দাবি জানাই।”
তিনি আগামী নির্বাচনে মোরেলগঞ্জ-শরনখোলা উপজেলার জনগণকে ন্যায়ের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশের আগে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপড়িয়া পট্রি থেকে সমাবেশে মিলিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও স্লোগানে অংশগ্রহণ করে।
উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা শাহাদাত হোসাইন, পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, উপজেলা সেক্রেটারি জেনারেল মাকছুদ আলী খান, উপজেলা যুব জামায়াতের সভাপতি সফিউল আযমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে