গাজীপুরের শ্রীপুরে জমিতে চারা রোপণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ তানভীর আহম্মেদ তার মা রাতা বানুকে সঙ্গে নিয়ে ক্রয়কৃত ১৪ শতাংশ জমিতে আকাশমনি চারা রোপণ করতে গেলে প্রতিবেশী রুবি আক্তার বাধা দেন। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে তানভীর ও তার মা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় তানভীর আহম্মেদ শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, ওই জমিটি তার বড় ভাই তাজুল ইসলামের নামে সাবকবলা দলিলের মাধ্যমে ক্রয় করা হয়। বর্তমানে তাজুল ইসলাম প্রবাসে থাকায় জমির দেখভাল করেন তানভীর।
তানভীর অভিযোগ করেন, ৫ আগস্ট দুপুরে তিনি ও তার মা জমি পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় রুবি আক্তার ও তার ভাই মোঃ জুলহাস মুন্সিসহ কয়েকজন জমিতে প্রবেশ করে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তানভীরের কানে ঘুষি মেরে আহত করে। তার মা বাধা দিলে রুবি আক্তার তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে।
তিনি আরও অভিযোগ করেন, হামলার পর তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে থাকেন এবং রুবি আক্তার জমিতে থাকা দা হাতে নিয়ে হুমকি দেন— কেউ এগিয়ে এলে কুপিয়ে হত্যা করবেন। পরে আশপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা চলে যায়। যাওয়ার আগে তারা হুমকি দেয়, জমিতে কাজ করলে হত্যার পর লাশ গুম করে ফেলা হবে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও ২০২৪ সালের ২৫ অক্টোবর তানভীরকে মারধর করে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছিল।
অন্যদিকে অভিযুক্ত জুলহাস মুন্সি বলেন, “আমাদের বাবার মৃত্যুর পরে বোনকে জমির অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ওই জমিতে আগে থেকেই শরিকানা সংক্রান্ত ঝামেলা ছিল। তানভীর আমার ভাইদের কাছ থেকে জমি কিনেছে, কিন্তু আমরা তাকে বারবার নিষেধ করেছিলাম।”
রুবি আক্তার বলেন, “বাবার মৃত্যুর পর ভাইদের কাছ থেকে নিজের অংশ বুঝে নিয়েছি। যে জমিতে তানভীর চারা রোপণ করছিলেন, তার কিছু অংশ আমার ভাই জুলহাসের মালিকানাধীন। আমি তাকে থাপ্পড় দিয়েছি, তবে বড় ধরনের মারামারি হয়নি।”
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/গা.প্র/এ.জে