AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত



জুড়ীতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার জুড়ীতে পঞ্চদশ বারের মতো “জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা” ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে বেলা ১২:৩০ মিনিটে শেষ হয়।

প্রতিবছরের ন্যায় এবারও জুড়ী উপজেলার ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ৩৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা। এ বছর পঞ্চদশ মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন—জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক ও জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন এবং সিনিয়র সহ-সভাপতি ইমরানুল ইসলাম প্রমুখ।

জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি অশোক রঞ্জন পাল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, “শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!