AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় রাস্তার দ্বন্দ্বে থানায় পাল্টাপাল্টি অভিযোগ



ভালুকায় রাস্তার দ্বন্দ্বে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বে ভালুকা মডেল থানায় পাল্টা অভিযোগ হয়েছে। ঘটনাটি হবিরবাড়ীর ডুবালিয়াপাড়া এলাকায়। 

জানা যায়, মৃত লোকমান শেখের ছেলে কবির হোসেন (৪৫) জামিরদিয়া মৌজার ১নং দাগে ১৮১ শতাংশ জমি উত্তরাধিকার সূত্রে মা পঙ্খী রাণী থেকে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ভোগদখলে আছেন। গত ৩০ জুলাই সকালে স্থানীয় হাবিবুর রহমান সহ অজ্ঞাত কয়েক ব্যাক্তি মিলে জমি থেকে গাছ পালা কাটিয়া রাস্তাসহ ড্রেন নির্মাণের চেষ্টা করে। 

এ ঘটনায় মৃত হাসমত আলীর ছেলে হাবিবুর রহমান (৭০), আব্দুল বারেক (৫৫), মনোয়ার হোসেন (৬০), মৃত আব্দুর গফুরের ছেলে রহিম (৩৫), মৃত জাফর আলীর ছেলে হোসেন আলী (৭০), হোসেন আলীর ছেলে কাজল (৫০), ফারুক (৪৫), আল-আমিন (৪০) ও অজ্ঞাত ১৪/১৫ জনের নাম উল্লেখ করে কবির হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখত আভিযোগ দিয়েছেন। এর আগেও কবির হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানা মামলা নং- (০৫)-০২/০৬/২০১৯ইং ও ময়মনসিংহ বিজ্ঞ আদালতে মোকদ্দমা নং- (১৬৮/১৮, ১০০/১৯) মামলা করেছেন। 

অপরদিকে ওই ঘটনায় বিগত ত্রিশ বছর যাবত চলাচলে একমাত্র রাস্তা শত্রুতার বশে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মৃত লোকমান হোসেনের ছেলে কবির হোসেন বিরুদ্ধে। এ ঘটনায় আল-আমীন বাদী হয়ে ভালুকা মডেল থানায় পাল্টা অভিযোগ করেছেন। আল-আমীনের দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, কয়েকটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে কবির হোসেন। এতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আল-আমীন বাদী হয়ে কবির হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিন চারজনকে আসামী করে ভালুকা মডেল থানায় লিখত অভিযোগ করেছেন। 

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, জমি সংক্রান্ত জেরে রাস্তা ও ড্রেনের কাজ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে দুই পক্ষ বসে সমঝোতা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!