বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের জুলুম-অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভ জমে উঠেছিল, তারই বহিঃপ্রকাশ ঘটেছিল জুলাই গণঅভ্যুত্থানে। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন ও স্বৈরশাসন জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। এ কারণে ৫ আগস্ট ছাত্র-জনতাসহ দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।”
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালিটি মাওনা চৌরাস্তা (পল্লী বিদ্যুৎ মোড়) থেকে শুরু হয়ে উড়ালসেতু ঘুরে একই স্থানে শেষ হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
ডা. রফিকুল ইসলাম বাচ্চু আরও বলেন, “গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনো সভ্য রাষ্ট্র গড়ে ওঠে না। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা প্রতিহিংসার রাজনীতি করে না। তাই আমরা চাই, একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত সুষ্ঠু নির্বাচন হোক এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক।”
এর আগে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় আর.এস. ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও পরে স্থানীয় এতিমখানায় খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন:শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, সাবেক সভাপতি শাহজাহান ফকির,পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী,উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম মোড়ল শামীম, অ্যাডভোকেট আবু জাফর, খোকন প্রধান প্রমুখ।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে