২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুসংগঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমান ‘হাসিনা হটাও’ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। সেই আন্দোলনেরই ফলাফল ছিল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। দেশের মানুষ আজ ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসন থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে। তারেক রহমান বলেছেন — দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। মোরেলগঞ্জ-শরণখোলার বিএনপির প্রতিটি নেতাকর্মী তার নির্দেশনা মেনেই কাজ করছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে তিনি দেশের সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছেন। কেউ যদি এই জুলাইকে ’৭১-এর মতো নিজেদের সম্পদ মনে করে, তাহলে আমরা তা প্রতিহত করব।”
নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে কাজী খায়রুজ্জামান বলেন, “আমি বিএনপি করি — এটা আলাদা করে বলার কিছু নেই। ১৭ বছরের বেশি সময় ধরে মোরেলগঞ্জ-শরণখোলার মানুষের বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে নির্দেশ দেন, তা যথাযথভাবে পালন করছি। ২০১৮ সালে আমি বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলাম।”
মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, “আমি নির্বাচন করতে চাই, কারণ এটা আমার এলাকার মানুষের স্বপ্ন। দীর্ঘ ১৭ বছর ধরে সুখে-দুঃখে তাদের পাশে থেকেছি। তারা আমাকে হৃদয় থেকে ভালোবাসে, সব সংকটে মনে রাখে। এসব বিবেচনায় মোরেলগঞ্জ-শরণখোলার ২০টি ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা আমাকে সমর্থন করবেন বলেই বিশ্বাস করি।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা ও আব্বাস মুন্সি, উপজেলা ও পৌর শ্রমিক দলের সভাপতি ও সম্পাদকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকরা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুছসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে