AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয় : মঈন খান


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৩:২৫ পিএম, ৫ আগস্ট, ২০২৫

৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয় : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। তাদের এই জুলুম-অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছিল, সেই পুঞ্জিভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। এ দিন ছাত্র-জনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে এসে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এমন পরিস্থিতি তৈরি করে যে, তারা কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়।”

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ‘গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি’ উপলক্ষে নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মঈন খান বলেন, “আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এসব মামলা থেকে রক্ষা পাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। অথচ বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনো সভ্য দেশ গড়ে উঠতে পারে না। তাই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।”

ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হয়ে বিজয় র‌্যালিটি নরসিংদী-২ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়।

বিজয় র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, আওলাদ হোসেন জনি, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর।

এছাড়াও উপস্থিত ছিলেন—পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান, সদস্য সচিব বখতিয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট বাছেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কিবরিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!