ভোলার লালমোহনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার শাহবাজপুর কলেজ সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট মীর আকিব মোস্তাফিজ (এক্স), বিএন। অভিযানে অংশ নেয় নৌবাহিনী ও থানা পুলিশের একটি সমন্বিত দল।
অভিযান চলাকালে সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকার অভিযোগে একাধিক মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালককে আটক ও জরিমানা করা হয়। মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক ও কাভার্ডভ্যানসহ সবধরনের যানবাহন ছিল তল্লাশির আওতায়।
কর্তব্যরত ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট জানান, “সড়কে দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। অনেক মোটরসাইকেল চালক হেলমেট পরেন না এবং অতিরিক্ত গতিতে যান চালান—এগুলোই দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, “দুষ্কৃতিকারীদের দমন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের নিরাপদ চলাচলের পরিবেশ তৈরি করতেই এই চেকপোস্ট ও অভিযান।”
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

