AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, দুর্ভোগে ঝিনাইগাতীর পথচারীরা



সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, দুর্ভোগে ঝিনাইগাতীর পথচারীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির নাম হয়ে উঠেছে শেরপুরের ঝিনাইগাতীর প্রধান সড়ক। শিমুলতলী নামক স্থানে ঝিনাইগাতী-শেরপুর সড়কে হাঁটুসমান পানি জমে থাকায় সাধারণ পথচারীদের চলাচল হয়ে পড়েছে কষ্টসাধ্য। শিক্ষার্থী, রোগী, বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত এই দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। এ কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়, পাশাপাশি চলন্ত গাড়ির চাকায় ছিটকে পড়া নোংরা পানি পথচারীদের গায়ে লেগে পোশাক নষ্ট হয় এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

এলাকাবাসী একাধিকবার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিবারই বলা হয় প্রকল্প অনুমোদনের কথা, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায় না। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি—এটি ঝিনাইগাতীর জন্য সত্যিই লজ্জাজনক।”

প্রধান এই সড়ক দিয়ে জেলা ও উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের জনগণ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করে থাকেন। ফলে প্রতিদিনই শতশত মানুষ দুর্ভোগের মুখে পড়েন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং পানি নিষ্কাশনের টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করেছি ও সমস্যার মূল কারণ চিহ্নিত করেছি। প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে।”

শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, “জলাবদ্ধতা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আমরা বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছি। সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানি নিষ্কাশনের জন্য একটি প্রকল্প প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।”

সাধারণ মানুষের প্রত্যাশা—এবার যেন আশ্বাসে সীমাবদ্ধ না থাকে উদ্যোগ, বরং দ্রুতই কার্যকর ড্রেনেজ সংস্কার ও পানি নিষ্কাশনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়, যাতে তারা স্বস্তিতে চলাচল করতে পারেন।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!