কুমিল্লার তিতাস ও দাউদকান্দি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও দুর্বৃত্তদের হাতে নিহত কিলার মামুনের অন্যতম প্রধান সহযোগী রাকিবুল ইসলাম বুলেট ও ছোট মামুনকে তিতাস থানা পুলিশ আটক করেছে।
আঁধার জগতের এক কুখ্যাত ডাকাত রাকিবুল ইসলাম বুলেট তিতাসের নারান্দিয়া ইউনিয়নের তারিয়াকান্দির আঃ লতিফের ছেলে। আর ছোট মামুন শোলাকান্দি গ্রামের পাকির আলীর ছেলে।
পুলিশ জানায়, বুলেটের বিরুদ্ধে তিতাস, দাউদকান্দি ও মুরাদনগর থানায় হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে মোট ১২টি মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে পুলিশের তালিকায় পলাতক ছিল।
গত ৩ আগস্ট রবিবার রাতে তিতাস থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকার বুলেটের নানীর বাড়ি থেকে তাকে আটক করে। এরপর অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বুলেটের দেওয়া তথ্য অনুসারে শোলাকান্দি থেকে ছোট মামুনকে গ্রেপ্তার করা হয়।
অবৈধ অস্ত্র উদ্ধার না হলেও, ছোট মামুনের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিতাস থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ উল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে