AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক



শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্যের নেতৃত্বে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স রবিবার (৩ আগস্ট) রাতে শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের শমশেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিম নির্মাণাধীন মার্কেটের সামনে থেকে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতদের নাম পরিচয় হলো হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পানিউমদা (লেবুবাগান) গ্রামের মোঃ নজরুল ইসলাম (৩২) এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিন্নিগ্রাম গ্রামের মধু মিয়া (৪৫)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, ঘটনাস্থল থেকে মোঃ নজরুল ইসলামের লুঙ্গির কোচা থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পরের সহযোগিতায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেছে।

তারা মাদক, ডাকাতি ও খুনের একাধিক মামলার আসামি। এই ঘটনায় পলাতক এক ব্যক্তিসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!