রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে পথনাটকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। এতে ঢাকা-পাবনা মহাসড়কে সৃষ্টি হয় যানজট, দুরপাল্লার যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
সোমবার (৪ আগস্ট) সকালে শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাট্যপ্রদর্শনীর মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। পথনাটকের মধ্য দিয়ে তারা জানান, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী অবকাঠামো গড়ে ওঠেনি।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি এখনও অনুমোদন পায়নি, যা তাদের জন্য অত্যন্ত হতাশাজনক। দীর্ঘদিন ধরে তারা সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করে আসছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল মেলেনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মতে, সামান্য এই বরাদ্দ নিয়েও বারবার টালবাহানা করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের মানসিক চাপে পড়তে হচ্ছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় অবকাঠামোগত সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে শিক্ষার পরিবেশ।
এদিকে পথনাটকের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুরপাল্লার যাত্রীরা ঘণ্টাব্যাপী দুর্ভোগে পড়েন। যানজটের কারণে অনেক বাস ও পণ্যবাহী যান আটকে পড়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়।
সচেতন মহল বলছে, সরকার যেখানে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে, সেখানে একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০০ কোটির কম টাকার প্রকল্প অনুমোদনে অনীহা দুঃখজনক ও নীতিনৈতিকতার প্রশ্ন তোলে।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে